দক্ষতা উন্নয়ন মুলক প্রশিক্ষণঃ
অনগ্রসর, অবহেলিত, বেকার মহিলাদের আত্ম-কর্মসংস্থান ও আয়বর্ধক কর্মকান্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে জাতীয় মহিলা সংস্থা, বান্দরবান জেলা শাখা, কার্যালয় কর্তৃক পরিচালিত সেলাই ও এমব্রয়ডারী প্রশিক্ষণ কার্যক্রম।
জাতীয় মহিলা সংস্থা, বান্দরবান জেলা শাখা, কার্যালয় কর্তৃক পরিচালিত “সেলাই ও এমব্রয়ডারী প্রশিক্ষণ” কর্মসূচীর আওতায় আগামি মে’২০১৯ হতে আগষ্ট’২০১৯ মাস পর্যন্ত চার মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণার্থী (শুধুমাত্র মহিলা) ভর্তির আবেদন করতে পারবেন।
ভর্তির শর্তাবলী
০১. ভর্তির ফরম অত্রাফিস থেকে সরবরাহ করা হবে।
০২. আগমী ১এপ্রিল’২০১৯ তারিখ হতে ২২এপ্রিল'২০১৯ পর্যন্ত ভর্তির ফরম সরবরাহ ও জমা নেওয়া হবে এবং আগামী ২৫এপ্রিল’২০১৯খ্রি. তারিখে বাছাই করে এ্ ওয়েব সাইটে jms.bandarban.gov.bd প্রকাশ করা হবে।
০৩. বাছাইকৃত ৩০জন প্রশিক্ষণার্থীদের নিয়ে আগামী ২মে/২০১৯খ্রি. তারিখ থেকে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে।
০৪. আবেদনকারী-কে প্রশিক্ষণ ভর্তির ফরম-এর চাহিত কাগজপত্র যেমন নুন্যতম ৮ম শ্রেণী পাশ হতে হবে, পাসপোর্ট সাইজের ২কপি ছবি, প্রার্থীর জাতীয় পরিচয়পত্র/ কার্ড (যদি থাকে) বা জন্ম সনদ, পিতা ও মাতার উভয়ের জাতীয় পরিচয়পত্র/ কার্ড আবশ্যিকভাবে জমা দিতে হবে এবং সকল কাগজপত্র ফটোকপি সত্যায়িত প্রদান করতে হবে।
বিশেষ সুবিধা
০৫. প্রশিক্ষণার্থীদের-কে দৈনিক ১০০/- টাকা হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে এবং প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হবে।
০৬. জাতীয় মহিলা সংস্থা, বান্দরবান জেলা শাখা, কার্যালয় কর্তৃক পরিচালিত “মহিলাদের আত্ন-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ ৫% সার্ভিস চার্জ হারে বিশেষ ঋণের ব্যবস্থা।
বিস্তারিত তথ্য সংস্থার ওয়েব সাইটে jms.bandarban.gov.bd ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস