গত ১২/১০/২০১৭খ্রি.
বাল্য বিবাহ নিরোধ দিবস ২০১৭খ্রি.
“শেখ হাসিনার বারতা
নারী পুরুষ সমতা”
‘বাল্য বিবাহ রুখতে হলে
আওয়াজ তোল দলে দলে’
এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় মহিলা সংস্থা, বান্দরবান জেলা শাখা কর্তৃক দিবসটি অত্যন্ত জমকালো ভাবে পালন করা হয়। উক্ত দিবসের আলোচনা সভায় সংস্থার চেয়ারম্যান মহোদয় তথা বান্দরবান পার্বত্য জেলা পরিষদ-এর সম্মানীত সদস্য জনাব, তিং তিং ম্যা Tingting Mya সহ নির্বাহী সদস্য জনাব, জোহরা চৌধুরী, নির্বাহী অফিসার এবং সকল ট্রেডের প্রশিক্ষণার্থী বাল্য বিবাহের বিরুদ্ধে অতন্ত্য ইতিবাচক এবং গঠন মূলক বক্তব্য রাখেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস