Title
March 8 International Women's Day-2021 discussion meeting completed
Details
করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব
Women in leadership: an equal future in a COVID-19 world
জাতীয় মহিলা সংস্থা, বান্দরবান জেলা কার্যালয় কর্তৃক আয়োজিত, আন্তর্জাতিক নারী দিবস-২০২১ আলোচনা সভায় অত্র সংস্থার সম্মানিত চেয়ারম্যান, জনাব জোহরা বেগম চৌধুরী তার বক্তৃতায় বলেন, আন্তর্জাতিক নারী দিবসের মধ্য দিয়ে নারীত্বের উৎসব পালিত হয়। জাতি, ধর্ম, ভাষা, সংস্কৃতি, অর্থনৈতিক বা রাজনৈতিক ভেদাভেদ ভুলে মহিলাদের কৃতিত্বকে স্বীকৃতি জানানোর জন্য এই দিনটি পালিত হয়। এই দিনে প্রত্যেককে নারী অধিকার, লিঙ্গ সমতা সম্পর্কে সচেতন করে তোলা হয়। পাশাপাশি মহিলাদের সমান অধিকারের লড়াই জোরদার করা এই দিনটি পালনের অন্যতম উদ্দেশ্য, প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব বলেন।
আরোও উপস্থিত ছিলেন, জাতীয় মহিলা সংস্থা, বান্দরবান জেলা কার্যালয়ের জেলা কমিটির সদস্য, কর্মকর্তা/কর্মচারী- সহ বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীরা।