জাতীয় মহিলা সংস্থা, বান্দরবান জেলা শাখা কার্যালয়-এর সম্মেলন কক্ষে আয়োজিত বেগম রোকেয়া দিবস-২০১৯-এর আলোচনা সভায়
আলোচনা শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, জেলা নির্বাহী অফিসার জনাব সা চ শৈ ,পরে বক্তব্য রাখেন অত্র কার্যালয়ের নির্বাহী কমিটির সদস্য জনাব উমেনু, এরপর জামস জেলা শাখা কার্যালয়ের সম্মানিত চেয়ারম্যান জনাব তিং তিং ম্যা তিনি তাঁর ব্যক্তবে বলেন, “নারী পুরুষ ভেদাভেদ না করে সবাইকে মানুষ হিসেবে গণ্য করার আহ্বান জানান, আরোও বলেন বেগম রোকেয়ার আর্দশ ও জীবনী এবং তার আদর্শেকে ধারণ করার করা জন্য অনুরোধ করেন। উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, সহকারী প্রোগ্রামার জেভিমকপ্র(৬৪জেলা) বান্দরবান এবং সেলাই ও এমব্রয়ডারী প্রশিক্ষণার্থীদের মধ্যে থেকে গঠন মুলক বক্তব্য প্রদান করেন উপস্থিত প্রশিক্ষণার্থী।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS